অতিক্রান্ত বৃত্তে থই থই জল
ছায়া ফেলে
দিগন্তে ক্রমশঃ স্বপ্নমগ্ন হতে থাকে
সূর্যস্পর্শী বৃক্ষদের ফুল।
কোষমুক্ত তরবারীর মসৃণ শরীর বেয়ে নেমে
ধারবাহী রক্ত
আল্পনা এঁকে চলে যায় পৃথিবীর কোমল দেহের
তপ্ত গহীন দোলাচলে।
নরকাধিপতির তাণ্ডব নৃত্যছন্দ
তরঙ্গ তোলে মন নদীর জল
আর জলজ প্রাণীদের দেহ নিসৃত ঘামের গন্ধে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন