তিনি যাচ্ছিলেন।
সাথে ছিলো তাঁর প্রিয় লাঠিটি,
এ্যালুমিনিয়ামের; রূপালি নিকেল করা কালো রাবারের গ্রিপ ওয়ালা একটি শক্ত সমর্থ লাঠি।
আলো লেগে চকচক করছিলো লাঠিটা, তাঁর চোখ দু'টো যতটা ঘোলাটে ঠিক ততটাই প্রান্জলতা ঠিকরে পড়ছিলো লাঠিটার নিকেল করা গায়ে।
লাঠিটা হয়তো ভাবছিলো তার মালিকের কথা; হয়তোবা নিজের কথাও যখন মালিকের চোখের ঘোলাটে ভাব তার শরীরের নিকেলে ছায়া ফেলবে তখন তার সাহায্যকারীর কথা কল্পনায় আঁকার প্রচেষ্টায়
তাঁর সাথে দেহের কাঁপন মেলাতে মেলাতে চলতে থাকলো নিকেল করা এ্যালুমিনিয়ামের চকচকে যুবকটি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন