এখানে জোছনা বিক্রি করা হয়
লেখা আছে পঁয়তাল্লিশ ফন্টে,
বোল্ড আর ইটালিক ফরম্যাটে,
ঝকঝকে সাদা রঙ এ,
এ ফোর সাইজের একটা কাগজে
আশি গ্রামের অফসেট কাগজটায় নীলাভ কালো ব্যাকগ্রাউন্ড আর ম্যাট ল্যামিনেশন করা।
হেডলাইনের নীচে
চব্বিশ ফন্টে লেখা
আমরাই সর্ব প্রথম নাগরিক জঙ্গলের মাঝে জোছনা দেখার সুযোগ করে দিচ্ছি আপনাদের।
আমরাই আপনাদের দিচ্ছি পুরোপুরি নির্ভেজাল জোছনার স্বাদ।
আঠারো ফন্টে লেখা
আপনার সীটটি সংরক্ষণ করুন
আমরা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে জোছনা বিক্রি করছি
তবে একটাই শর্ত
মাসে একবার জোছনা কেনার সুযোগ পাবেন
অন্য যারা জোছনা ক্রয়ে আগ্রহী তাদেরও সুযোগ করে দেওয়া আমাদের দায়িত্ব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন