বেড়িবদ্ধ ক্রীতদাসের ঘর্মিল পেশীতে ঠিকরে পড়ে নক্ষত্রের আকাংক্ষিত পীড়ন
খোজা প্রহরীর নিষ্কাম চোখের তারায় অক্ষত যোনী কিশোরী আকাশ
রথশাস্ত্র ছায়ালিপি আঁকে আনুভুমিক অথবা উল্লম্ব পরিসরে
চিতা থেকে গড়িয়ে যাওয়া ধোঁয়া মিলিত হয় স্বসুর বাঁশির
অখন্ড ছিদ্রসুখে।
লিলেন আবৃত নিশ্চল হাতের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে ছিন্ন প্যাপিরাস মন্ত্র
শিশ্ন পুজারীনির স্তনের গভীর খাঁজে দাগ কেটে চলে
স্বেচ্ছা বা অনিচ্ছার নখবিলাসী আঙ্গুল
ক্লিওপেট্রার চর্চিত চুলের বাঁকে
জমা হয়ে থাকে ছলকে পড়া মধ্য দুপুর, মহাবীর টলেমীর কামজাত ভালবাসা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন