সোমবার, ১৬ আগস্ট, ২০১০

অন্য রকম চেষ্টা...

নিলীমা ঘিরে জমা হয় বিষণ্ণতার কালো মেঘ

স্বপ্নেরা বর্ষার ধারায়
চায় মুছে যেতে
মাঝে মাঝে
খুশির রোদ রংধনু আঁকে
আকাশের ক্যানভাসে
ভালোবাসা
ঠোঁটে করে নিয়ে আসে
স্বর্গীয় পাখিটা...



_______________________

এটা আমার আম্মা কে উৎসর্গ করা হ'লো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন