সোমবার, ১৬ আগস্ট, ২০১০

(বিবর্ণ কাগজের ছায়ায়)

উদাসী দুপুরের হত্যালোচনায় মগ্ন পথিকদল।

পিচ গলা রাস্তার মাঝে ভগ্ন যৌবন সেবিকার
শরীরের আবেদন উড়ে যায়, বিভ্রান্ত শালিকের
হলুদ ঠোঁট আর খয়েরী পালকে ভর করে
আনমনা যুবকের শার্টের বাম পকেটে রাখা কাগজের
অনিঃশেষ প্রান্তরে।

বিবর্ণ কাগজের ছায়া দীর্ঘ হতে থাকে
আরো দীর্ঘ হয়...
আরো দীর্ঘ...
আরো...
তার পর হারিয়ে যায় আইল্যান্ডে বেড়ে ওঠা ফুলের ধুলো মলিন বাহুতলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন