সোমবার, ১৬ আগস্ট, ২০১০

(সমুদ্র তোমায় নিয়ে যাবে)

এসো,
এবার বসা যাক সমুদ্রের পাড়ে
চোখ, তোমার চোখে
হাত, তোমার স্তনবৃন্তে

বলা যাক কিছু কথা
নিঃশ্বাসের সাথে সাথে উড়ে আসুক
তিনশ' ছয়টা গাঙচিল

ফসফরাস মাখা ঢেউ গুলো
টেনে ধরুক তোমার পা
ডুবিয়ে দিক তোমার কাঁধ
ছড়িয়ে পড়ুক তোমার চুল

আমি যে এইমাত্র হত্যা করেছি তোমাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন