সোমবার, ১৬ আগস্ট, ২০১০

(নামহীন)

হয়তো স্কালপেলের ব্লেডটা মানিব্যাগের কোনায় ঘুমিয়েছিলো
সম্পর্কের শীতলতা লুকিয়ে থাকে উষ্ণতম কোনে।
তার তীক্ষ্ণতম কৌনিকে ঘর বেঁধেছিলো নেশা, কুসুম কুসুম গরম
রক্তের নেশা
উল্লাসে নত হয়ে চামড়া ভেদ করা ছিলো আপেক্ষিক
যাতে লেগেছে সেকেন্ডের ভগ্নাংশ
কিংবা, এক জীবনের সবটুকু সময়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন