বালক-বালিকা সকল,
তোমাদের হাতের আঙ্গুলে বেঁধে নাও তোমাদের সকল ঘৃণা। চোখের কোনায় এক এক করে ঝুলিয়ে নাও তোমাদের নাভিশ্বাস। ঠোঁট থেকে ফেলে দাও চুমুর স্বাদ। অশ্রু বিছিয়ে দাও বুকের অসমতল সমতলে। ঝুলে থাকা ঘামের গন্ধ ডুবিয়ে দাও বিছানার চাদরের ভাঁজে ভাঁজে। তারপর উঠে চলে যাও এই চৌহদ্দি ছেড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন