সোমবার, ১৬ আগস্ট, ২০১০

(অশিরোনাম সুখজমা মেঘ)

একঝাঁক কানিবক উড়ে চলে গেছে,
মহুয়ার মায়া ছেড়ে অন্য শহরের ছাদে।
কার্নিশ ছুঁয়ে গেছে ধবল পালকের ঘ্রাণমগ্ন বিকেল,
আর,
সন্ধ্যার কমলালচে আলো জলভাসা মোমের ছায়াকে দীর্ঘায়িত করে তুলেছে
অবিরাম।

সুখজমা মেঘেদের আড়ালে, আবডালে পরিত্যক্ত কাশবন।

জমা হ'তে থাকে, খরচ হ'তে থাকে
গার্হস্থ্য অসুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন