সোমবার, ১৬ আগস্ট, ২০১০

(এলোমেলো দুঃখবিলাস)

দু' একটি সবুজ বোতল কখনও নীল হয়ে উঠতে পারে

যদিও দাবী নেই কোনো, তবুও হাতেরা

স্পর্শ করে অস্পৃশ্য দেহাবরণের খাঁজ

গীর্জা কিংবা রিকশার ঘন্টায়, ছুঁয়ে যাবার সম্ভাবনা

প্রাহরিক হতাশার।


দুঃখবিলাস অনুপুংখ বিশ্লেষণের অপেক্ষায়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন