সোমবার, ১৬ আগস্ট, ২০১০

(দিন যাপনের ছিন্নচিত্র)

রোজ ভোরে ঘুম ঘুম জুতো গুলো জেগে উঠে বহুচর্চিত স্বপ্ন ছুঁয়ে
রোদ সীমানা পেরোয় সময়টেবিলের খোপ বন্ধ করে
প্রাচীন দুপুরের ছায়ারা মৃত স্তনচাপ বেয়ে

ঢলে পড়ে


রাত জাগলো...

রাত জাগলো...

হেঁকে যায় রাত প্রহরীর ইউনিফর্মের বোতামগুলো
শেষ নিঃশ্বাস ছেড়ে, রাস্তা ঘেঁষে নিথর পড়ে থাকে ফুটপাথের সাপ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন