সোমবার, ১৬ আগস্ট, ২০১০

(মৃত্যুরও অধিক মৃততর কথামালা)

আজ রাতে যাদের মারা যাবার কথা ছিলো
তারা কেউ ই মারা যায়নি,
শোকপ্রস্তাব নিয়ে এ্যম্বুলেন্সগুলো ছুটে যায়নি
মর্গ থেকে হাসপাতালে
কিংবা পুঁতিগন্ধ আনাচে কানাচে।

ঘর্মগ্রন্থি নির্গত বিষাদের মতই সকলে
বেঁচে রয়েছে দুরবর্তী বাহুমূলের রোমে রোমে।

আর আমরা,
নিতান্ত অবহেলায়,
ফেলে রেখে গেছি নিঃশেষিত সিগারেটের প্যাকেট
ঘাসেদের প্রচ্ছন্ন প্রশ্রয়ের বাহুতে।

একে একে ক্ষয়ে গেছে চাঁদ
আমরা সবাই জেগে উঠেছি মৃত্যুর ও অধিক মৃত্যুতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন