এপ্রিল ১৫, ২০১২ - ১:০৬ পূর্বাহ্ন
নীলবর্ণ সুড়ঙ্গে হারায় সৌর লিরিক।
*
যেখানে লুকানো ছিলো তারাদের জমাট আলো,
সেখানে কৃষ্ণগহ্বরের হাতছানিতে জেগে ওঠা একাধিক বৃক্ষশাখা
কোলাহলে মেতেছে।
*
কালো পাখি আলো চোখে উড়ে গেছে সাগরের দিকে
ফেননিভ ঢেউয়ে চেপে বাতাসটা গেছে পিছে পিছে।
নীলবর্ণ সুড়ঙ্গে হারায় সৌর লিরিক।
*
যেখানে লুকানো ছিলো তারাদের জমাট আলো,
সেখানে কৃষ্ণগহ্বরের হাতছানিতে জেগে ওঠা একাধিক বৃক্ষশাখা
কোলাহলে মেতেছে।
*
কালো পাখি আলো চোখে উড়ে গেছে সাগরের দিকে
ফেননিভ ঢেউয়ে চেপে বাতাসটা গেছে পিছে পিছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন