জানুয়ারী ১৭, ২০১২ - ১২:৪১ পূর্বাহ্ন
নিয়মিত অসামজিক হয়ে উঠি। শিরায় শিরায় ছুটে চলা রক্তে আবার নতুন করে ছড়িয়ে যাইতেছে অসামাজিকতার আমেজ। পৌনঃপুনিক দিনযাপন কইরা চলি। সকাল দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত। যে কাজগুলা না করলেই না সেগুলা নিয়েই বিজি। অফিস-বাসা-অফিস। একই রুট, একই লাইটপোস্ট, একই চেহারা। এই বৃত্ত থিকা বেরইতে ইচ্ছা করতেছে বড় বেশী কইরা। সময়টাই মনে হইতেছে হঠাৎ প্যাঁচ খাইয়া গেছে। মাথার ভিত্রে লেখা-টেখা কিলবিল করতেছে। এয়ার টাইট কৌটার মত আটকায়া রাইখা দিতেছি। বাতাসের অভাবে অভাবে একদিন ঠিকই মইরা যাইবো। আমি সেই মইরা শুটকি লাগা লেখা গুলারে দেইখা বিভৎস আনন্দ পামু। আহ! ভাবতেই কেমন মজা লাগতেছে। কি জানি? এইটারো মনেহয় কোনো সাইকোলজিকাল নাম আছে। সাইকোলজি বড়ই মজার একটা জিনিস। একটা বয়েসে পড়নের খুব শখ হইতো। শখ মিটাবার জন্য পড়ছিও কয়েকদিন। তারপর চিরাচরিত চ্রিত্রে ফিরা আসতে সময় লাগে নাই। এখন মাইনষের মুখের দিকে চাইয়া তাদের এক্সপ্রেশন বিশ্লেষণ করার চেষ্টা করতে খুব ভালো লাগে। সেকেন্ডে সেকেন্ডে এক্সপ্রেশন চেঞ্জ হয়। তয় এইটারও একটা প্যাটার্ণ আছে, যেইটার ব্লু-প্রিন্ট তৈরী করনের ট্রাই দিতেছি বাট হইয়া উঠতেছে না।
যাউক হাবিজাবি অনেক গেজাইলাম নিজের লগে। দেখি কোনো উন্নতি হয় নাকি।
নিয়মিত অসামজিক হয়ে উঠি। শিরায় শিরায় ছুটে চলা রক্তে আবার নতুন করে ছড়িয়ে যাইতেছে অসামাজিকতার আমেজ। পৌনঃপুনিক দিনযাপন কইরা চলি। সকাল দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত। যে কাজগুলা না করলেই না সেগুলা নিয়েই বিজি। অফিস-বাসা-অফিস। একই রুট, একই লাইটপোস্ট, একই চেহারা। এই বৃত্ত থিকা বেরইতে ইচ্ছা করতেছে বড় বেশী কইরা। সময়টাই মনে হইতেছে হঠাৎ প্যাঁচ খাইয়া গেছে। মাথার ভিত্রে লেখা-টেখা কিলবিল করতেছে। এয়ার টাইট কৌটার মত আটকায়া রাইখা দিতেছি। বাতাসের অভাবে অভাবে একদিন ঠিকই মইরা যাইবো। আমি সেই মইরা শুটকি লাগা লেখা গুলারে দেইখা বিভৎস আনন্দ পামু। আহ! ভাবতেই কেমন মজা লাগতেছে। কি জানি? এইটারো মনেহয় কোনো সাইকোলজিকাল নাম আছে। সাইকোলজি বড়ই মজার একটা জিনিস। একটা বয়েসে পড়নের খুব শখ হইতো। শখ মিটাবার জন্য পড়ছিও কয়েকদিন। তারপর চিরাচরিত চ্রিত্রে ফিরা আসতে সময় লাগে নাই। এখন মাইনষের মুখের দিকে চাইয়া তাদের এক্সপ্রেশন বিশ্লেষণ করার চেষ্টা করতে খুব ভালো লাগে। সেকেন্ডে সেকেন্ডে এক্সপ্রেশন চেঞ্জ হয়। তয় এইটারও একটা প্যাটার্ণ আছে, যেইটার ব্লু-প্রিন্ট তৈরী করনের ট্রাই দিতেছি বাট হইয়া উঠতেছে না।
যাউক হাবিজাবি অনেক গেজাইলাম নিজের লগে। দেখি কোনো উন্নতি হয় নাকি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন