মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৩

আত্মমগ্ন কথামালা-২

জানুয়ারী ১৮, ২০১২ - ১২:৪০ পূর্বাহ্ন 

কোনো ভন্ড মানুষরে কেন যে ভন্ড বলতে পারি না, সেইটা একটা প্রবলেম। একান্ত নিজস্ব প্রবলেম। একবার বলে এইটা আমার পছন্দ না, আবার ঠিক তার পরের মিনিটেই সেই অপছন্দের জিনিস করবার স্বপক্ষে যুক্তিও মারায়। তার চোখে এইটাই জগতের সেরা যুক্তি। উদাস দৃষ্টিতে তাকাইয়া তার ভন্ডামী দেখি। আসলে উদাসী হইয়া যাওনের ভিতর মনেহয় মহান টাইপের ঝিলমিলি আছে। একেবারে রাইতের বেলা দূর থিকা বিয়াবাড়ির মরিচ বাতি গুলা দেইখা যেমন উৎসবের আমেজ আসে সেরকমই।
লোকজন যখন বুঝতে ভুল করে, সেইটা বড়ই পেইনদায়ী। ফল? বিটকেলে টেস্টের কোনো একটা হইবো, যেইটা আমার ভাল্লাগেনা। যেরম- এলাচ কিংবা কাঁচা পিয়াজ কাঁচা রসুনের মিক্সড একটা ফ্লেভার আর টেস্ট।
খুব কইরা চেষ্টা করতেছি একটা জিনিস খুঁজার, কিন্তু সবদিকেই কংক্রীটের দেয়ালে মাথা ঠুইকা যাইতেছে। নগরায়নের কুফল আর কি। তারপরেও চেষ্টা জারি রাখতেছি। দেখি কি হয়।
সময় বড়ই অস্থির, একটু আগে একজন এসেমেসে গালি দিয়া গেলো। মানুষ মইরা গেলে পইচা যায়, বাইচা থাকলে বদলায় কইয়া।
মানুষে আল্টিমেটলি বদলায় না, তার পুরান সেলফেরই ম্যাচিউরিটি আসে।
বারুদে যতক্ষণ ঘষা দেয়া না হইতেছে, সে বুকের ভিতর আগুন জমাইয়াই রাখে। ঘষা দিলেই ফাঁৎ কইরা জ্বইলা ওঠে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন