মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৩

শিরোনামহীন (এক্সপেরিমেন্টাল)

ফেব্রুয়ারী ১৬, ২০১২ - ১২:৫৪ অপরাহ্ন

আমি কখনও বোগেনভিলিয়ার ছবি তুলি নাই। কেউ কেউ ভালোবেসে তুলতে পারে বোগেনভিলিয়ার ছবি। না, কোনো ঘৃণা নেই ফুলটার প্রতি। কেমন গালভরা নাম। বাগানবিলাস। খুব কাছে থেকে দেখতেও ভালো লাগে, ঐ পর্যন্তই। গাছটাতে আবার কাঁটাও আছে। দুর থেকে তাকিয়ে ঝোপাঝোপা ফুলের রঙগুলোও খারাপ লাগে না দেখতে। গাঢ় বেগুনী-লালচে বেগুনী- মৃদু বেগুনী- সাদা।
________________________________________________________
________________________________________________________
একটা এক্সপেরিমেন্ট করবার চেষ্টা করলাম।
প্রতিটা বাক্য ধরে লেখাটা শুরু থেকে শুরু করা বা শেষ থেকে শুরু করা, একান্তই পাঠকের ইচ্ছা।



পুরোনো এক্সপেরিমেন্টটা এইখানে
http://www.somewhereinblog.net/blog/0shuvoblog/29024363

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন