মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৩

[৪] শিরোনামহীন

মে ১৭, ২০১২ - ১:০৭ পূর্বাহ্ন 

একটুকরো অন্ধকারের অপেক্ষায় কেটে যায় হাজার দুপুর
দু'হাতের রেখায় জমা হতে থাকে শৈত্যপ্রবাহের ছাপ
মুখের বলিরেখায় অবিরাম কথা বলে ওঠে লু'হাওয়ারা।
সময় পার হয়ে গেলে,
ওড়ার অপেক্ষায় থাকা জোড়া শালিক;
চলে যায় নিজ নিজ পথে।
বিদায়?
বুঝে নেই পড়ে থাকা পালকের গানে,
ভেসে যাওয়া মেঘেদের রঙে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন