মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৩

আত্মমগ্ন কথামালা ১৩

মে ৩১, ২০১২ - ১২:৪৫ অপরাহ্ন 


অনেকদিন ধরে কিছু লিখতে পারতেছি না। ব্লগেও লগিন করতে আলসি লাগে Sad ফেসবুকে পইড়া পইড়া ঝিমাই, আর হাবিজাবি স্ট্যাটাস দিয়া থাকি। লেখালেখি করতে যেহেতু পারতেছিনা, সেহেতু এই হাবিজাবি স্ট্যাটাসগুলাই একত্র কইরা রাখি আর কী Sad
মে ১২
█▓▒░
পথের ধুলো কাদা পা'য়ে জড়িয়ে ফিরে আসা সেই
প্রতিদিনের নিজস্ব কোণে। পরিচিত দরজায় পরিচিত পিপহোলে নজর রেখে
কড়া নাড়া প্রতিবার, একই ছন্দে; আধো অন্ধকার, নয়তো আলোকজ্জ্বল গহ্বরের
গিলে নেয়া নিয়মিত রুচিবোধে।
চিরচেনা কথাগুলো নতুন নতুন রূপ ধারণে খুবই পারঙ্গম,
এড়াতে চেয়ে, মুখগুজে পড়ে থাকা নীলচে কল্পনায়...
হয় কিংবা হয়ে ওঠেনা সবসময়।
তীক্ষ্ণধার কথারা, ফালাফালা করে দেয় চিন্তার নরম বুক;
অভ্যস্ত হয়েও কোথায় জানি অনভ্যস্ততা রয়েই যায়।
সিদ্ধান্তের দোলাচলে ক্রমশঃ
দিনান্তে জমা হয় ঘর বাঁধার অসুখ।
মে ১৪
█▓▒░
এসো, আজ কিছু কথা আঁকি কাগজের ক্যানভাসে
সেই পুরোনো দিনের মতো।
চোখ বুজে ভুলে যাই না পাবার ক্ষত;
এসো, রঙীন আবীর ছুঁড়ে হেসে উঠি উচ্ছল
কালো মেঘ সরে গিয়ে রোদ্দুর ঝলমল...
মে ১৫
█▓▒░
কিছু স্থান সবসময়েই শূন্য রয়ে যায়, কিছু পথে কেউই হেঁটে যায় না, কিছু গল্প কখনোই বলা হয়ে ওঠে না আর কিছু বেদনা আজীবন রয়ে যায় অব্যক্ত...
মে ২১
█▓▒░
আকাশী ফিতে বাঁধা স্কুল বালিকারা হেঁটে যাবার পর,
এলোমেলো কিছু দীর্ঘশ্বাস ছড়িয়ে নগরের বৃক্ষরাজি মন দেয় নিজেদের প্রাত্যহিক প্রস্বেদনে,
টুংটুং বেজে চলা রিকশার ঘন্টিতে ঘন্টিতে ছড়িয়ে যায় আলস্যের সপ্তসুর;
পথচলতি মানুষের চুল ছুঁয়ে নেমে আসা সন্তাপ
ছায়া হয়ে পিছু নেয় অবিরাম।
অপেক্ষারত স্কুল বালক ধুলোমাখা শার্টে সযতনে জড়িয়ে রাখে নিরুত্তাপ সকালগুলো সব
আর ভবিষ্যতের ছবি আঁকে বইয়ের ভাঁজে ভাঁজে, শুকনো ফুলের পাপড়িতে...
মে ২৪
█▓▒░
রাত গভীর হ'লে;
অনভ্যাসে মেলে রাখা চোখে লাল আলো প্রতিধ্বনি ছড়িয়ে দেয়,
ফিকে হয়ে আসা অন্ধকারের মাঝে
মিহি শব্দেরা পাহড়ের মত বিশাল হয়ে ওঠে,
ছটফট করতে থাকা ভাবনাগুলো আরো ছটফট করে যায়,
ডানা মেলবার আকাঙ্ক্ষায় থাকা কথার শবদেহ দেখি ভোরের আলোতে এসে...
মে ২৭
█▓▒░
ক্লান্ত নগরের রাজপথে ভেসে বেড়ায় অচেনা ফুলের সৌরভ, কিশোরী বৃষ্টির ঘ্রাণ;
ধুলোরাও থিতিয়ে আসে ক্রমশ...
মে ২৭
█▓▒░
রাতের জানালায় ঝুলে ছিলো একটা ঘোলাটে রক্তাভ চাঁদ,
ভেবেছিলাম, সব কিছু বলে দেবো,
একবারের জন্যে হলেও;
সুর্য জেগে ওঠার সাথেই শুকিয়ে গেলো নৈশচিন্তার কোমল শিশির...
মে ২৯
█▓▒░
ভাবনাগুলো ঘুরপাক খায় ভুলে যেতে চাওয়া কেন্দ্রের আকর্ষণে...
মে ৩০
█▓▒░
পংক্তিরা মৃতপ্রায় পড়ে রয় পদতলে...
মে ৩১
█▓▒░
মেঘলা বিভ্রম ভরা বাতাসে সময় বয়ে গেলে,
ভাবনারা রক্ত ঝরায় অবিরাম
ভুলে যাওয়া স্মৃতীরা ভীড় জমায় মনের কার্ণিশে
পদচিহ্ন মুছে দেওয়া ফসফরাস ঢেউ আছড়ে পড়ে বেলাভুমি জুড়ে।
ও নিষ্ঠুর চন্দ্রালোক,
তুমি খুলে দাও সেই প্রিয়তম দ্বার,
কোমলতা ভরা দিনগুলো ঘুম ঘুম চোখে আবার ফিরে আসুক এই অস্থির নগরে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন