মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৩

আত্মমগ্ন কথামালা - ১৭

অক্টোবর ৩০, ২০১২ - ৮:১৪ অপরাহ্ন 


সেই কোন শিশুকাল কোনো একটা রূপকথায় পড়ছিলাম রাজকন্যারে পীরেনিজ পর্বতমালার ওইপাড়ের থিকা উদ্ধার কইরা নিয়া আসে রাজকুমার। সেই থিকাই মাথার ভিতর পীরেনিজ নিয়া একটা বিরাট ধরণের রোমান্টিসিজম লালন কইরা যাইতেছি। সাগরের জোয়ার-ভাটার মতো, এই রোমান্টিসিজম কখনো পিকে থাকে কখনো নাইমা যায়। সময়কালের কোনো ঠিক-ঠিকানা নাই...

*
আলতো আদরে মাতে
পীরেনীজ ছুঁয়ে আসা সোনালী মেঘের দল...
*

আইজ সকালের আকাশ দেইখা কোনো ফিলিং হয়নাই মাথার ভিতর। দুপুরে বেরইলাম, আর আকাশ দেইখা মনে হইতে থাকলো একেবারে জলরঙে আঁকা। ঘুইরা ফিরা আবারো সেই শিশুকাল মাথার ভিতর ফিরা আসলো। যেই সময় আমরা সিএমওয়াইকে চিনতাম না, আরজিবি চিনতাম না। রঙগুলারে আলাদা আলাদা নামে চিনতাম। সেই পিওর আকাশী নীল রঙের আকাশ ছিলো দুপুরে। সাথে পেঁজা তুলো মেঘের ছোপ ছোপ...

রোদের টুকরাগুলা পইড়া ছিলো সেই পুরানো সরকারী বাগানের সবুজ কার্পেটের উপরে। আশেপাশের বড়বড় গাছগুলা মনে হইতেছিলো স্নেহের দৃষ্টিতে তাকাইয়া ঘাস আর রোদের খুনসুটি দেখতেছে...

বহুদিন লেখতে পারতেছিনা। চেষ্টা কইরা চলতেছি। কিন্তু কিছুই জমাট বাধতেছে না।
প্রথম প্রথম উপভোগ করতাম, এখন মেজাজ খারাপ হইতেছে নিজের উপরে...

একটা সময় শিলাজিত এর গান প্রচুর শুনতাম। মাঝে অনেক দিন গ্যাপ পইড়া গেছিলো। কেমনে কেমনে জানি একাধিক এলবামও মিস কইরা গেসিলাম। সেদিন কি জানি খুঁজতে গিয়া একটা গান পাইলাম। তারপর খুঁজতে খুঁজতে আরো কিছু এলবাম পাইয়া গেলাম যেগুলা শোনা হয়নাই। সেইগুলা থিকা এখন দুইটা এলবাম কন্টিনিউয়াস মুডে চইলা গেসে। মজাই লাগতেছে শুনতে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন