জুন ২০, ২০১০ - ১:৪৫ পূর্বাহ্ন
**
▼
▼
▒ আচ্ছা, বন্ধুত্ব কি?
▼
▓ হটাৎ বন্ধুত্বের ডেফিনিশন চাওয়ার কারণ?
▼
▒ নাঃ। এমনিই ভাবছি আর কি। হাবিজাবি কত চিন্তাই তো মাথায় আসে, তাইনা?
▼
▓ নিশ্চই কোনো কারণ আছে।
▼
▒ কারণ খোঁজা বাদ। কিছু ব্যাপারে মাথায় চিন্তা ঢুকছে সেডির এ্যন্সার দর্কার।
▼
▓ যেরাম? এটলিস্ট কিছু হিন্ট ফিন্টতো দরকার...
▼
▒ যেরাম ধরো... বন্ধুত্ব কি কোনো শর্ত মাইনা হয়? না হওন উচিত?
▼
▓ ওহো এই ব্যাপার???
▼
▒ আরেঃ খালি হাস্লেই চল্বো? কিছুতো সলুশ্যন দ্যাও।
▼
▓ আমার মতে বন্ধুত্বে কুনু শর্ত ফর্তের বালাই থাকনের কথাই না। আরেঃ বন্ধুর
লগে যদি সবকিছু কওন বা করনের অপশন না থাকে তৈলে কেরাম বন্ধুত্ব?
▼
▒ আমারো তো কথা এইটাই। দোস্ত বন্ধুগো লগে কথা কওনের টাইমে যদি
স্কেল-কম্পাস-জ্যামিতি বক্স লৈয়া মাইপা কথা কৈতে হয় তৈলে পাশের সিটে বসা
অচেনা বাসযাত্রি কি দুষ কর্লো? স্পেশালী কেউরে বন্ধু কৈয়া হের্লগে অচিনা
মাইনষের মতো আচরণ...
▼
▓ হে হে হে। বড়ৈ চেইতা আছো দেখতাছি...
▼
▒ নাঃ চেতুম ক্যান? তয় কিছু বন্ধুগো, নাকি কমু কিছু মানুষ যাগোরে বন্ধু
ভাবছিলাম, তাগো এ্যটিচুড দেইখা এট্টু ডিস্টার্বড হৈয়া গেছি। ব্যাপার্না।
কয়দিন পর ঠিক হৈয়া যাইবো...
▼
▓ সেইডাই। তয় একখান কতা মনে রাইখো; শর্তের বিনিময়ে যেই বন্ধুত্ব, সেডিতে আর পয়সার বিনিময়ে বেশ্যাবৃত্তিতে কুনুই তফাৎ নাই...
__________________________________________________________
**একান্তই নিজের কনশাস আর সাবকনশাস মাইন্ডের কথাবার্তা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন