মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৩

শুকনায় লেখা

জানুয়ারী ২১, ২০১২ - ৩:১১ অপরাহ্ন 

প্রথমে শুরু হ'লো নাম পড়া দিয়ে।
তারপর নামের উপর মাউসপয়েন্টার ধরে ইউয়ারএল দেখা।
তারপর ইউয়ারেলের নাম দেখে, সেই নাম নেবার সময় ইউজারের মানসিক অবস্থা কেমন চিন্তা করা। তারপর ইউজারের চেহারা কেমন তা নিয়ে চিন্তা করা।
তারপর নাম নেবার মুহুর্তে এরকম মানসিক অবস্থা কেন ছিলো তার কারণ অনুসন্ধান।
তারপর বাসা-বাড়ি ছোটবেলা-বড়বেলা, প্রেমিক-প্রেমিকা......... এভাবেই শুরু আগামী গল্পের।


কনফেশন- শুকনা খায়া, সামুতে ঢুইকা অনলাইনে লিস্টি দেখতে দেখতে মাথায় কথা গুলা আইলো। আর চরাচর যেহেতু স্লো হইয়া গেছে। চিন্তার দৌড়ঝাঁপও সেরকমই স-ল-ল-ল-ল--ল--ল---ল---ল-ও----ও---------ও হইয়া গেছে। এইরকম অনুভুতির উপর এক্সপেরিমেন্টের জন্য এই লেখার ড্রাফট.................................

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন