২০০৮১৩
ঈর্ষাকাতর রাতের শুরুতে জোৎস্না ধোয়া কংক্রিট ...
২৩০৮১৩
একটুকরো রোদ লটকে আছে দেয়ালের গায়ে
হ্যাংলার মতো।
ধুলোবালি ঘোমটা দেয়া জানালায়
এককুড়ি বিষণ্ণ বিকেল; অপেক্ষায়,
অস্তিত্ব অথবা স্বীকৃতির...
০৪০৯১৩
ইচ্ছে মৃত্যুর বিকেলে, ঝরঝর বৃষ্টি নামে তাসের শহরে
হরতনের রানী, ভেজে অন্য কোথাও, অন্য কোনোখানে।
চিড়িতনের দুকড়া হেঁটে চলে জল ভেঙে,
অবিন্যস্ত পদক্ষেপে, অজানায়...
০৬০৯১৩
অমৃত হোক কিংবা গরল
বিনামূল্যে কোনোটাই মেলেনা এখানে।
গরল তবু কিছুটা স্বল্পমূল্য...
080913
the voice asked "so, you want to go closer?"
"yes", he answered frantically.
the voice murmured "die... you young fool, embrace death to enjoy life..."
080913 (2)
how far can you run away from the droplets of rain!!!
০৯০৯১৩
আত্মহত্যাপ্রবন সকালে বৃষ্টি নামেনা, পৃথিবীর সকল পাখিগুলো চুপ করে রয় অজানা আশংকায়। শুধু ধ্যানী ছয়তালা বিল্ডিংগুলো ডেকে যায়, আয়... আয়...
১৪০৯১৩
চিলেকোঠায় ছড়ানো
টুকরো টুকরো সোনাগুড়া বিকেল
ভাতঘুমের আলস্যমাখা দেয়ালঘড়ি
আর নস্টালজিয়া
জ্বরতপ্ত কপালে আঁকা প্রেমময় হাতের ছোঁয়া
খসখসে ঠোঁটে, কোমল চকিত চুমুর স্বাদ
বারবার ফিরিয়ে দেয় ঘোলাটে শূন্যতার দিকেই...
১৪০৯১৩ (২)
ল্যাবিরিন্থের দেয়াল গুলো চেপে আসে নিরন্তর
আলো সরে সরে যায় নাগালের বাইরে,
বিবিধ নৌকাডুবিতে,
বেঁচে থাকার ইচ্ছে গুলোও মরে যেতে থাকে নিয়মিত বিরতিতে...
২২০৯১৩
মেঘের লোকাল বাসে বিকেল এসেছিলো আজ
এই শহরে।
গাঢ়তম সন্ধ্যায়,
ভেজা এসফল্টে প্রতিবিম্বিত আলোকসজ্জার নদীতে
ভেসে গিয়েছে অনেকগুলো সময়
রয়ে গিয়েছে অবিন্যস্ত কিছু স্মৃতির ছাইভষ্ম...
ঈর্ষাকাতর রাতের শুরুতে জোৎস্না ধোয়া কংক্রিট ...
২৩০৮১৩
একটুকরো রোদ লটকে আছে দেয়ালের গায়ে
হ্যাংলার মতো।
ধুলোবালি ঘোমটা দেয়া জানালায়
এককুড়ি বিষণ্ণ বিকেল; অপেক্ষায়,
অস্তিত্ব অথবা স্বীকৃতির...
০৪০৯১৩
ইচ্ছে মৃত্যুর বিকেলে, ঝরঝর বৃষ্টি নামে তাসের শহরে
হরতনের রানী, ভেজে অন্য কোথাও, অন্য কোনোখানে।
চিড়িতনের দুকড়া হেঁটে চলে জল ভেঙে,
অবিন্যস্ত পদক্ষেপে, অজানায়...
০৬০৯১৩
অমৃত হোক কিংবা গরল
বিনামূল্যে কোনোটাই মেলেনা এখানে।
গরল তবু কিছুটা স্বল্পমূল্য...
080913
the voice asked "so, you want to go closer?"
"yes", he answered frantically.
the voice murmured "die... you young fool, embrace death to enjoy life..."
080913 (2)
how far can you run away from the droplets of rain!!!
০৯০৯১৩
আত্মহত্যাপ্রবন সকালে বৃষ্টি নামেনা, পৃথিবীর সকল পাখিগুলো চুপ করে রয় অজানা আশংকায়। শুধু ধ্যানী ছয়তালা বিল্ডিংগুলো ডেকে যায়, আয়... আয়...
১৪০৯১৩
চিলেকোঠায় ছড়ানো
টুকরো টুকরো সোনাগুড়া বিকেল
ভাতঘুমের আলস্যমাখা দেয়ালঘড়ি
আর নস্টালজিয়া
জ্বরতপ্ত কপালে আঁকা প্রেমময় হাতের ছোঁয়া
খসখসে ঠোঁটে, কোমল চকিত চুমুর স্বাদ
বারবার ফিরিয়ে দেয় ঘোলাটে শূন্যতার দিকেই...
১৪০৯১৩ (২)
ল্যাবিরিন্থের দেয়াল গুলো চেপে আসে নিরন্তর
আলো সরে সরে যায় নাগালের বাইরে,
বিবিধ নৌকাডুবিতে,
বেঁচে থাকার ইচ্ছে গুলোও মরে যেতে থাকে নিয়মিত বিরতিতে...
২২০৯১৩
মেঘের লোকাল বাসে বিকেল এসেছিলো আজ
এই শহরে।
গাঢ়তম সন্ধ্যায়,
ভেজা এসফল্টে প্রতিবিম্বিত আলোকসজ্জার নদীতে
ভেসে গিয়েছে অনেকগুলো সময়
রয়ে গিয়েছে অবিন্যস্ত কিছু স্মৃতির ছাইভষ্ম...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন