নির্লিপ্ত রাতের আঁধার খসে পড়ে সবুজের কোলে
দিনদিন ইউনিকর্ণ হয়ে উঠি মানুষ ভরা শহরে
আতরদানে বিচ্ছিন্ন লাল আলোর সকাল খেলা করে
সুঘ্রান কমে আসে ব্যবহৃত রুমালের ভাঁজ থেকে।
সেই গল্পগুলো নাহয় অন্য দিনের জন্যে তোলা থাক
আজ নাহয় লেখা হোক সেই সব ছবি,
যেখানে রহস্যময় দেওয়ালের মুখ গান গেয়ে ওঠে ভীষণ আনন্দে
আধো আধো বোলে পাখিরা তুলে আনে যৎকিঞ্চিত কাঁচপোকা।
দুপুরের রোদ হানা দেয় উদাস করিডরে
মায়ঘেরা ছায়াবৃক্ষের পাতার লুকোচুরিতে
আমরা ভুলে যাই সময়ের আঙিনা
বিকেল নামে অদৃশ্য সাইবেরিয়ার প্রান্তরে প্রান্তরে...
দিনদিন ইউনিকর্ণ হয়ে উঠি মানুষ ভরা শহরে
আতরদানে বিচ্ছিন্ন লাল আলোর সকাল খেলা করে
সুঘ্রান কমে আসে ব্যবহৃত রুমালের ভাঁজ থেকে।
সেই গল্পগুলো নাহয় অন্য দিনের জন্যে তোলা থাক
আজ নাহয় লেখা হোক সেই সব ছবি,
যেখানে রহস্যময় দেওয়ালের মুখ গান গেয়ে ওঠে ভীষণ আনন্দে
আধো আধো বোলে পাখিরা তুলে আনে যৎকিঞ্চিত কাঁচপোকা।
দুপুরের রোদ হানা দেয় উদাস করিডরে
মায়ঘেরা ছায়াবৃক্ষের পাতার লুকোচুরিতে
আমরা ভুলে যাই সময়ের আঙিনা
বিকেল নামে অদৃশ্য সাইবেরিয়ার প্রান্তরে প্রান্তরে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন