গ্রীষ্মকালীন দুপুরগুলো একাকী ছড়িয়ে থাকে সদর রাস্তায়
বিষণ্ণ রোদ আর বিভ্রান্ত কোকিলের ডাকে
ঝিলিমিলি মরীচিকা কেঁপে কেঁপে গ্রাস করে সকালের স্নিগ্ধতা
উদাসী ফেরিওয়ালার ছন্দবদ্ধ সুরের আহ্বানে
বিভ্রম লেখা হতে থাকে বিকেলের নোটবুকে
কিশোরী চাঁদ জাগে ধীরলয়ে, ওপাশের পলাশ বাগান ছুঁয়ে
এপাশে উচ্ছিষ্ট সিগারেট স্তুপ বেড়ে চলে বিবিধ আলাপচারিতায়
নারকোল পাতায় নিঃসঙ্গতার গান লেখা শেষে
শান্ত হয়ে ওঠে উদ্দাম হাওয়ার দল
অস্থির রাতের বারান্দায় পড়ে থাকে মীথমগ্ন জোছনা
আর, সিন্দুকের আনাচে কানাচে জমে প্যান্ডোরার ছায়া...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন