শ্রীময়ী,
সোডিয়াম আলোতে সব রঙ বদলে যায়। যেমন সবুজ হয়ে যায় নীল কিংবা বেদনা হয়ে ওঠে অপ্রাসঙ্গিক জেদ...
কথায় কথা বেড়ে চলে, সময়ে সময় কমে। তারপরেও কিছু রেশ থেকে যায় কৃষ্ণপক্ষের ক্ষয়াটে জোছনার সাথে...
কখনও ওভাবে জেনেছো কিনা জানিনা। তোমার ঠোঁটের কার্ণিশে যেই সরলতার বসবাস, কোনো আলোতেই সেটার বদল হয়না...
গুমোট গরমের সেদিন, এক পশলা মৃদু হাওয়ার মত তুমি এলে আবার চলেও গেলে। যাবার পথে, পিছু ফিরে, যে হাসিটা উপহার দিয়েছিলে তাতে সবচে গুমোট দিনটাও হাসিখুশী হয়ে গিয়েছিলো নিমেষেই...
স্বপ্ন এঁকো শ্রীময়ী, আমার মতো, তুমিও। স্বপ্নই বেঁধে রাখে বেঁচে থাকার আকাঙ্খাকে...
ইতি,
তোমারই আমি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন