শুক্রবার, ১৪ নভেম্বর, ২০১৪

শ্রীময়ী, তোমাকে... [৫]

শ্রীময়ী,

ক্লান্তির ঘ্রাণ পাই তোমার কণ্ঠে। টুপটাপ বিষণ্ণতা ঝরে ক্লান্তির সাথে। রোদমগ্ন দুপুর হঠাতই মেঘলা হয়ে ওঠে। ভীষণ রকম মেঘলা...

যে পুরোনো দেয়ালের ছায়া দেখে তুমি ভয় পাও, সহজেই তাকে অতিক্রম করা যায়। জানিনা, অতিক্রম করা হবে কি না...

স্মৃতির হরেক রঙ খেলা করে বিবিধ বৃত্তে। সব বৃত্ত কি ধরে রাখা যায়? নাকি ধরে রাখতে হয়???
আস্থা রাখো শ্রীময়ী, নিজের উপর আর বেছে নেওয়া পথের উপর...

ইতি,
তোমারই আমি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন