মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০১৪

শ্রীময়ী, তোমাকে... [৭]

শ্রীময়ী,

অস্থিরতার সাতরঙা মেঘেরা জমেছিলো তোমার বুকের ভেতর। দুপুরের গনগনে সূর্য্যকে ছাপিয়ে, তারা ছায়া ফেলেছিলো তোমার চারপাশে...

এইসব ক্লান্ত বিকেল আর ঘুমচুমু সন্ধ্যার পর রাত নামে শীতার্ত শহরে...

ঘরে ফেরা পাখিদেরও সামাজিকতায় বাঁধা পড়তে হয় কখনো কখনো। অপেক্ষারা একঘেয়ে টুপটাপ শব্দময়। আর ভারী হয়ে আসা চোখের পাতায় জমা হয় বিবিধ বিষণ্ণতার ছায়া...

নীল সাদা স্ট্রাইপ চাদরে এলিয়ে পড়া চুল স্পর্শ করতে করতে করতে নানান চিন্তার ছায়া দেখি মায়াভরা মুখের মানচিত্রে। ছুঁয়ে দিতেই উবে যায় চিন্তার কালো দাগ, আর ঘুমন্ত ঠোঁটের কার্ণিশে বসে প্রশান্তির পাখিরা...

ওখানে রাত গাঢ় হতে থাকে অপ্রাপ্তির নানান আলো আঁধারী মেখে, এখানেও...

ইতি,
তোমারই আমি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন