শ্রীময়ী,
পেলব পায়রার গোলাপী ঠোঁটে ঠোঁট রাখলে ঝোড়ো বাতাসের গান ভেসে আসে ওপার থেকে...
উদ্যানের কোল ঘেঁষে, বৃদ্ধ সন্ধ্যা কিংবা কুমারী রাতের আলোয় তুমি তাকিয়েছিলে কি? তাকালেই দেখতে অফিস ফেরতা মানুষের ভীড়, স্বপ্ন ভরা চোখ নিয়ে হেঁটে চলে ক্লান্ত পায়ে। তারই এককোণে সাময়িক ঘর বাঁধি দুজনে...
আচ্ছা শ্রীময়ী, বলতো, স্কালপেলের ধারালো প্রান্ত কি রক্তকে ভালোবাসে। নাকি রক্ত দিয়ে মেটায় তৃষ্ণা...
কখনো কখনো মনেহয়, একটা ধারালো স্কালপেল হাতে তুলে নিয়ে আকিবুকি কাটি নিজের শিরা আর ধমনীর উপর। ছবিটা অনেক দৃষ্টিনন্দন হবে নিশ্চয়ই...
এইযে, একঝাঁক অবাধ্য মেঘেদের আনাগোনা চলছে শহর জুড়ে। তারা কি সবার চোখে ছায়া ফেলতে পারে, কিংবা সবাই কি সেই মেঘের স্পর্শ অনুভব করতে পারে? পারেনা...
কাল সারাদিন মেঘদল ছায়া ফেলেছিলো আমার চোখে। যতবার হেসেছি, ততবার ছায়ারা গাঢ় থেকে গাঢ়তর হয়েছে। সেই ভার ছড়িয়ে গিয়েছিলো তোমার বুকেও। চাইনি আমি। আমার গাঢ়তর ছায়ার ভার তোমাকেও আহত করুক...
ছায়ারা আসলে সংক্রামক। এক চোখ থেকে আরেক চোখে যায়, আবার ফিরে ফিরে আসে...
দরজা খুলে দিও শ্রীময়ী, বিকেলের সোনারোদ ঢুকতে দিও আহত হৃদয়ের প্রকোষ্ঠ গুলোতে...
ইতি,
তোমারই আমি...
পেলব পায়রার গোলাপী ঠোঁটে ঠোঁট রাখলে ঝোড়ো বাতাসের গান ভেসে আসে ওপার থেকে...
উদ্যানের কোল ঘেঁষে, বৃদ্ধ সন্ধ্যা কিংবা কুমারী রাতের আলোয় তুমি তাকিয়েছিলে কি? তাকালেই দেখতে অফিস ফেরতা মানুষের ভীড়, স্বপ্ন ভরা চোখ নিয়ে হেঁটে চলে ক্লান্ত পায়ে। তারই এককোণে সাময়িক ঘর বাঁধি দুজনে...
আচ্ছা শ্রীময়ী, বলতো, স্কালপেলের ধারালো প্রান্ত কি রক্তকে ভালোবাসে। নাকি রক্ত দিয়ে মেটায় তৃষ্ণা...
কখনো কখনো মনেহয়, একটা ধারালো স্কালপেল হাতে তুলে নিয়ে আকিবুকি কাটি নিজের শিরা আর ধমনীর উপর। ছবিটা অনেক দৃষ্টিনন্দন হবে নিশ্চয়ই...
এইযে, একঝাঁক অবাধ্য মেঘেদের আনাগোনা চলছে শহর জুড়ে। তারা কি সবার চোখে ছায়া ফেলতে পারে, কিংবা সবাই কি সেই মেঘের স্পর্শ অনুভব করতে পারে? পারেনা...
কাল সারাদিন মেঘদল ছায়া ফেলেছিলো আমার চোখে। যতবার হেসেছি, ততবার ছায়ারা গাঢ় থেকে গাঢ়তর হয়েছে। সেই ভার ছড়িয়ে গিয়েছিলো তোমার বুকেও। চাইনি আমি। আমার গাঢ়তর ছায়ার ভার তোমাকেও আহত করুক...
ছায়ারা আসলে সংক্রামক। এক চোখ থেকে আরেক চোখে যায়, আবার ফিরে ফিরে আসে...
দরজা খুলে দিও শ্রীময়ী, বিকেলের সোনারোদ ঢুকতে দিও আহত হৃদয়ের প্রকোষ্ঠ গুলোতে...
ইতি,
তোমারই আমি...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন