প্রিয় শ্রীময়ী,
অন্ধকারে ফুলের রঙ বোঝা যায় কি?
যেখানে নিকষ অমাবস্যার রাত সবসময়, ফুলেদের রঙ সেখানে থাকতে হয়না...
তবুও, কেন জানি ভুল করে কিছু রঙিন ফুল ফুটেছিলো। সেগুলো দু'হাত ভরে তুলে দিয়েছিলাম তোমাকে। ভেবেছিলাম, আরো আরো ফুল সাজিয়ে দেবো তোমার চারদিকে। ফুলের ভালোবাসায় অমাবস্যা কেটে জাগবে জোছনা...
তোমার হাত থেকে ফুল পড়ে গেলে, জেনেছি নতুন ফুলের জন্ম হবে প্রতিবার...
অপেক্ষা বড় কষ্টের, তারও চেয়ে বেশী কষ্টের হ'লো আকাঙ্খার পতন। হয়তো না বুঝে দেওয়া সেই কষ্টটা পেয়েছি কিংবা পেয়েছো তুমিও...
জানিনা শ্রীময়ী, কি লেখা আছে সময়ের অপর পৃষ্ঠায়। যেখানে সমাপ্ত হয় গল্পগুলো। তুমি কি জেনেছো? নাকি পুরোনো গল্পটার সমাপ্তিই সেখানে ভেবে নিয়েছো?
খুব ভালো থেকো শ্রীময়ী। অমাবস্যার রাজ্য থেকে জোছনার পথে এগিয়ে যেও দৃঢ় পায়ে। দুঃখ এটুকুই, যাবার আগে বিদায় নেওয়া হলোনা ঠিকমতো...
ইতি,
আমি...
অন্ধকারে ফুলের রঙ বোঝা যায় কি?
যেখানে নিকষ অমাবস্যার রাত সবসময়, ফুলেদের রঙ সেখানে থাকতে হয়না...
তবুও, কেন জানি ভুল করে কিছু রঙিন ফুল ফুটেছিলো। সেগুলো দু'হাত ভরে তুলে দিয়েছিলাম তোমাকে। ভেবেছিলাম, আরো আরো ফুল সাজিয়ে দেবো তোমার চারদিকে। ফুলের ভালোবাসায় অমাবস্যা কেটে জাগবে জোছনা...
তোমার হাত থেকে ফুল পড়ে গেলে, জেনেছি নতুন ফুলের জন্ম হবে প্রতিবার...
অপেক্ষা বড় কষ্টের, তারও চেয়ে বেশী কষ্টের হ'লো আকাঙ্খার পতন। হয়তো না বুঝে দেওয়া সেই কষ্টটা পেয়েছি কিংবা পেয়েছো তুমিও...
জানিনা শ্রীময়ী, কি লেখা আছে সময়ের অপর পৃষ্ঠায়। যেখানে সমাপ্ত হয় গল্পগুলো। তুমি কি জেনেছো? নাকি পুরোনো গল্পটার সমাপ্তিই সেখানে ভেবে নিয়েছো?
খুব ভালো থেকো শ্রীময়ী। অমাবস্যার রাজ্য থেকে জোছনার পথে এগিয়ে যেও দৃঢ় পায়ে। দুঃখ এটুকুই, যাবার আগে বিদায় নেওয়া হলোনা ঠিকমতো...
ইতি,
আমি...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন