শ্রীময়ী,
খাঁচায় বন্দী পাখিদের দেখেছো? মুক্তির জন্য কিভাবে ছটফট করে বেড়ায় সারাটাক্ষণ...
তুমিতো জানো, আলফেসানী এই রাস্তায় হাটেনি কখনো আগে। ভুলভ্রান্তি থাকতেই পারে তার কিছুটা কিংবা অনভিজ্ঞতার হোঁচট...
রাতের আকাশটা আজ একটু বেশীই কালো হয়েছে, কালকেও ঘোলাটে থাকবে সারা দিনমান। কারণটা তুমিও জানো শ্রীময়ী...
এইযে ঘর জুড়ে মন খারাপের ধুলো ছড়িয়ে আছে, তারা জানেনা কিভাবে উড়ে যেতে হয় হাওয়ার ডানায়। সকাল বিকাল জমা হতেই থাকে অবিরাম...
জানালা বন্ধ করে রেখেছো সব। কপালের গভীরে লুকোনো ভাঁজ দেখছি কেবল আমিই...
চুপচাপ হাঁটু গেড়ে অপেক্ষায়, জানালা খুললেই স্পর্শ করবো কোমল গালের জমিন। আবার হেসে উঠবে চাঁদ, শুক্লপক্ষের জোছনা গায়ে মেখে...
ইতি,
তোমারই আমি...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন