বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০১৫

শ্রীময়ী, তোমাকে... [১২]

শ্রীময়ী,

প্রজাপতিদেরও মন খারাপ হয়। আর তখন রোদ ঝলমল দুপুরটাও মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। সেই মন খারাপের মেঘ কিভাবে যেনো আমার কানে এসে বলে যায় তুমি ভালো নেই। জানি, তোমার বুকে বেজে চলেছে ফেলে আসা পথের রোদ-বৃষ্টি-কুয়াশা-ঝড়ের গান। স্মৃতিকাতর হয়ে পড়ছো থেকে থেকেই...

জানো শ্রীময়ী, তোমার জমে থাকা কষ্টগুলোর শীতলতা আমিও অনুভব করতে পারি। হয়তো অনুভূতিগুলো তোমার তীব্রতার তুলনায় নগন্য, তবুও...

অন্য কথা বলি। তুমি হাসলে তোমার চারপাশ ঝলমলিয়ে ওঠে তা তো তুমি জানোই; কিন্তু এটা কি জানো তোমার সরলতাও আতশবাজি হয়ে ছড়িয়ে পড়ে আকাশে? এই আতশবাজির খানিকটা ঝলক দেখেছিলাম প্রথমদিন। এরপর যত দিন গিয়েছে, আরো আরো বেশী করে খুঁজে পেয়েছি তোমার সরলতা, হাসিতে আর ভাবনাতে...

সেইযে সেদিন, তোমার পায়ে সবুজ নূপুর জড়িয়েছিলো পাহাড়ি ঝিরির বাঁকে। কি শান্তই না ছিলো দিনটা। চারদিক শুনশান, শুধু স্রোতের ছলছল শব্দ আর মাঝে মাঝে নাম না জানা পাখির কিচিমিচি। স্বচ্ছ পানিতে মাছগুলো কেমন উদাসীন ছুটে বেড়াচ্ছিলো। ক'টা বুঝি তোমার সবুজ নূপুর ছুঁয়ে নিজেদেরও নূপুরের অংশ ভেবে নিতে চেয়েছিলো...

"পাখি হও, উড়ে যেওনা" একবার বলেছিলাম তোমায়। সেই তুমি কিভাবে যেনো প্রজাপতি হয়ে উঠলে। চঞ্চল রঙীন প্রজাপতি। যেই রঙ বর্ণনার সামর্থ আমার নেই। প্রজাপতিটা যতক্ষণ থাকে, রঙীন সুবাস ছড়ায়। রঙীন গানের সুরে ভরে তোলে দশদিক...

তুমি দেখো শ্রীময়ী, আগামী দিনগুলো তোমাকে নতুন পথের সন্ধান দিয়ে যাবে প্রজাপতির ডানায় নতুন রঙ ছড়িয়ে দিয়ে। ভালোবাসে ফেললে, সেই রঙ চিনতে ভুল কোরোনা...


পাখি হও কিংবা প্রজাপতি, ফেলে আসা পথের স্মৃতি হারিয়ে ফেলোনা। তবে এভাবে আঁকড়ে ধোরোনা, যাতে গহন কালো মেঘ ঘিরে ধরে তোমাকে। ঝরঝর বৃষ্টিতে ভিজে যায় মনের উঠোন...

ইতি

তোমারই আমি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন