প্রিয় শ্রীময়ী,
দু'টো সাদা গোলাপের দিন ছিলো আজ...
সারাদিনের হঠাত গ্রীষ্মও ভুলিয়ে রেখেছিলো সকালের সেই ঠোঁট চাপা হাসিটা...
বারবার ছুটে আসি কেন, তুমি তা জানো। সেজন্যেই কি এতো বিরক্তির আবরণ? ভ্রুকুটিতেও যে রক্তক্ষরণ হয়,তা কি জানা আছে তোমার???
পথ জুড়ে বিবিধ আঁধার ছড়িয়েছিলো আজ। তাই বুঝি আকাশের চোখ বেয়েও নেমেছিলো অশ্রু। যতক্ষণ তুমি পথিক, অনেক কষ্টে লুকিয়ে রেখেছিলো। যেই তুমি গৃহী হলে, সেই অশ্রু, ঝিরিঝিরি বৃষ্টি হয়ে ঝরতে থাকলো শহরময়...
তুমি যেদিন চেয়েছিলে আমি হাঁটি তোমার পাশাপাশি, সেদিন আমি অপারগতার আগুনে জ্বলছিলাম। তুমি জোর করে হেসেছিলে, অনভ্যস্ত মুখোশ এটেছিলে চোখে। লুকোতে পারোনি দুঃখের রঙ। পরদিন, তোমার অভিমান আমাকে ক্ষতবিক্ষত করেছিলো। অনির্দিষ্ট নগরের রাজপথে হেঁটেছিলাম। সময় দিয়ে সময়কে গিলে নিতে চেয়েছিলাম, পারিনি...
জানি, আবার কষ্ট পেতে চাওনা বলেই নিজেকে কষ্ট দিতে থাকো বারবার। ফেলে আসা পথ ভেবে আগামীর তুমিকে কষ্ট দিওনা শ্রীময়ী...
ইতি,
তোমারই আমি...
দু'টো সাদা গোলাপের দিন ছিলো আজ...
সারাদিনের হঠাত গ্রীষ্মও ভুলিয়ে রেখেছিলো সকালের সেই ঠোঁট চাপা হাসিটা...
বারবার ছুটে আসি কেন, তুমি তা জানো। সেজন্যেই কি এতো বিরক্তির আবরণ? ভ্রুকুটিতেও যে রক্তক্ষরণ হয়,তা কি জানা আছে তোমার???
পথ জুড়ে বিবিধ আঁধার ছড়িয়েছিলো আজ। তাই বুঝি আকাশের চোখ বেয়েও নেমেছিলো অশ্রু। যতক্ষণ তুমি পথিক, অনেক কষ্টে লুকিয়ে রেখেছিলো। যেই তুমি গৃহী হলে, সেই অশ্রু, ঝিরিঝিরি বৃষ্টি হয়ে ঝরতে থাকলো শহরময়...
তুমি যেদিন চেয়েছিলে আমি হাঁটি তোমার পাশাপাশি, সেদিন আমি অপারগতার আগুনে জ্বলছিলাম। তুমি জোর করে হেসেছিলে, অনভ্যস্ত মুখোশ এটেছিলে চোখে। লুকোতে পারোনি দুঃখের রঙ। পরদিন, তোমার অভিমান আমাকে ক্ষতবিক্ষত করেছিলো। অনির্দিষ্ট নগরের রাজপথে হেঁটেছিলাম। সময় দিয়ে সময়কে গিলে নিতে চেয়েছিলাম, পারিনি...
জানি, আবার কষ্ট পেতে চাওনা বলেই নিজেকে কষ্ট দিতে থাকো বারবার। ফেলে আসা পথ ভেবে আগামীর তুমিকে কষ্ট দিওনা শ্রীময়ী...
ইতি,
তোমারই আমি...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন