আগুন থেকে খসে পড়া ধোঁয়ায় আচ্ছন্ন
চোখের ভিতর চোখ,
তার ভিতর চোখ, তার মাঝে আরও
চোখ জল ছুঁয়ে ওড়াওড়ি করে যায় জলফড়িংএর
জালিকাটা পাখা।
ফুল ফোটে কিংবা ফোটেনা, তবু
পাতারা ঝরে যায় শীতার্ত বিকেলের ভালোবাসায়
তরুণ সূর্যগুলো আনমনে
হৃদয়কে জ্বালানী বানায়
অনার্য আগুনের নির্লোভ শিখায়।
ত্রিবেণী সংগমে অতৃপ্ত নদী পথ খোঁজে
উৎসমুখের, লাবণ্যমুগ্ধ শিশুর হাতে হেসে ওঠে মেঘনাদ,
বিদ্যুৎ ঝলকে চমকে ওঠে পাখি নীড়
চোখ জেগে ওঠে চোখের ভিতর
ভেসে ওঠে অবারিত স্বপ্ন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন