অসুখের বসবাস
সেতো সবসময়ই লাল পিঁপড়ে অনুভুতি ছড়ায় মনের চামড়ায়
আলোরা অপেক্ষা করে অন্দ্ধকারের
প্রস্ফুটনে প্রকাশিত হতে থাকে একে একে
ভালোলাগা, ভালোবাসা
আর ঘুমিয়ে পড়ে একঝাঁক চোখহীন বেড়ালের ঘ্রাণ
শুক্রাণুও ভালোবেসেছিলো ডিম্বাণুর দেহকে
কিংবা ডিম্বাণুর সকল আশা ছিলো আনন্দময় ছলনায় উন্মুক্ত
ডোম নারীর ঘেমোগন্ধী ধুসর আঁচলে ছায়া
পড়েনা নীলাভ আকাশের
আধিপত্য লোভী রাতের সবটুকু প্রেম কিন্তু সূর্যেই উৎসর্গ
দুরবর্তী তারা আর নিকটবর্তী জোনাকিরা সূর্যালোকের
ভগ্নাংশগর্বিত শরীরে ছুটে ছুটে আসে রাতের কাছে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন