সোমবার, ১৬ আগস্ট, ২০১০

(লাশ কাটা ঘরের একজন)

চৈত্রের দুপুরে সে শুয়ে আছে হিম হিম ঠান্ডা ঘরে
চোখের উপর জমে থাকা তুষার দানা যেন
একজন্মের বিষাদের সকল উদাহরণ
জড়িয়ে ধরে স্বর্ণলতার আকুলতায়।

ভেসে থাকা মেঘেরা তুলনা খোঁজে
জোছনা পুকুরের চাঁদ ছুঁয়ে ছুঁয়ে,
লক্ষ্মী পেঁচার পালকের সুঘ্রাণে নাক ডুবিয়ে,
লোহাগন্ধী আকর্ষণ এড়িয়ে।

রং চটা ধাতব পাত্রগুলো অবহেলায়
রেখে দেয় আভ্যন্তরীন প্রত্যঙ্গদের ভালোবাসা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন