সেখানে গিয়েছিলো...
আমাদের সকল নির্ঘুম রাত
সকল স্পর্শিত নারী
কাদায় গাঁথা ন'টা জোনাকির মালা
কাঁচপোকার টিপ
আনন্দিত মাঝ দুপুরের সুর্য
মরিচীকা জাগানো পিচঢালা রাজপথ
ফিরে আসেনি তারা কেউই...
_________________________
এখানে এসেছিলো স্বপ্ন জাহাজে চড়ে...
তোমাদের সকল ঘুম ঘুম রাত
সকল অনাঘ্রাত নারী
ন'টা মুক্তোর মালায় মিশে থাকা বেদনা
উড়তে থাকা বর্ণিল প্রজাপতি
বিষন্ন ভেসে যাওয়া মেঘের কুশন
কাদামাটি পিছল মেঠোপথ
ফিরে যায়নি তারা কেউই নিজেদের ডেরায়...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন