সোমবার, ১৬ আগস্ট, ২০১০

(মৌলিক পার্থক্য নির্ণয়ের উপায়)

যানবাহন আর মনবাহন নিয়ে আলোচনা চলতেই পারে।

যানবাহনের আরোহী যেমন শরীর
তেমনই মনবাহনের আরোহী মন।

তবে,
এই দুই বাহনের মৌলিক পার্থক্য
তাদের এক্সিসটেন্স
আর,
গমন পথের ভ্যরিয়েন্সের উপর ভিত্তি করে নির্ণয় করা যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন