চন্দ্রলোপা,
কত সহজ পায়ে হেঁটে পার হয়ে গেলে বারো অয়নান্ত। মনে হয় এইতো সেদিন, বাসার দরজা থেকে ফিরে এসেছিলাম বিষণ্ণ আকাশকে সঙ্গী করে। তুমি তা কোনোদিনও জানতে পারবে না।
মনে আছে? প্রথম দেখার দিনটা? তোমার শরীর জড়িয়ে ছিলো নীল ওড়না, হঠাৎ করে অপরাজিতা আমার প্রিয় ফুল হয়ে উঠলো। কালো চুলের ব্রাকেটে তোমার ডিমের মতো মুখ, সারাজীবনের জন্য আঁকা হয়ে গেলো চোখের তারায়।
কত সহজ পায়ে হেঁটে পার হয়ে গেলে বারো অয়নান্ত। মনে হয় এইতো সেদিন, বাসার দরজা থেকে ফিরে এসেছিলাম বিষণ্ণ আকাশকে সঙ্গী করে। তুমি তা কোনোদিনও জানতে পারবে না।
মনে আছে? প্রথম দেখার দিনটা? তোমার শরীর জড়িয়ে ছিলো নীল ওড়না, হঠাৎ করে অপরাজিতা আমার প্রিয় ফুল হয়ে উঠলো। কালো চুলের ব্রাকেটে তোমার ডিমের মতো মুখ, সারাজীবনের জন্য আঁকা হয়ে গেলো চোখের তারায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন