একটি পলাশ ফুলের মৃত্যু ঘটেছে।
শত ক্রোশ দুর থেকে ফুলটি
এসেছিলো এই শহরের বুকে,
পাপড়ির শত-কোটি স্বপ্নেরা নিপাট ভাঁজে
জমা ছিলো বুক পকেটে।
এখন...
কিছুই আর অবশিষ্ট নেই।
বাসের চাকায় পিষে গেছে পীচ ঢালা রাজপথে।
কাল...
অথবা
পরশু...
কেউ খোঁজও করবেনা রাজপথে মিশে যাওয়া পলাশের লাল।
_________________________________________________
.
.
.
.
.
.
.
.
_________________________________________________
বাই দ্য ওয়ে :- গতরাতে রোড এ্যকসিডেন্টে মারা যাওয়া মামাতো ভাইটা যখন বেঁচে ছিলো, সবাই তাকে পলাশ নামেই চিনতো।
শত ক্রোশ দুর থেকে ফুলটি
এসেছিলো এই শহরের বুকে,
পাপড়ির শত-কোটি স্বপ্নেরা নিপাট ভাঁজে
জমা ছিলো বুক পকেটে।
এখন...
কিছুই আর অবশিষ্ট নেই।
বাসের চাকায় পিষে গেছে পীচ ঢালা রাজপথে।
কাল...
অথবা
পরশু...
কেউ খোঁজও করবেনা রাজপথে মিশে যাওয়া পলাশের লাল।
_________________________________________________
.
.
.
.
.
.
.
.
_________________________________________________
বাই দ্য ওয়ে :- গতরাতে রোড এ্যকসিডেন্টে মারা যাওয়া মামাতো ভাইটা যখন বেঁচে ছিলো, সবাই তাকে পলাশ নামেই চিনতো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন